বিএনপি দেশের মানুষের কোনো কল্যাণ করতে পারবে না উল্লেখ করে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ দলটির নেতাদের মিথ্যা বিভ্রান্তি না ছড়ানোর আহবান জানিয়েছেন।

সোমবার সকালে রাজধানীর মিরপুর গালর্স আইডিয়াল কলেজে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির আয়োজনে করোনায় ক্ষতিগ্রস্তদের মাঝে সহায়তা সমাগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন।

মাহবুবউল আলম হানিফ বলেন, শুধু লকডাউন-ই করোনায় সংক্রমণ নিয়ন্ত্রণের একমাত্র উপায় নয়। তিনি বলেন, টিকা দেওয়ার পাশাপাশি সবাইকে মাস্ক পড়তে হবে এবং স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলতে হবে।

করোনাকালে বিএনপির রাজনীতির কড়া সমালোচনাও করেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক।

Array
We use all content from others website just for demo purpose. We suggest to remove all content after building your demo website. And Dont copy our content without our permission.