কিংবদন্তি গণসংগীতশিল্পী ও বিশিষ্ট মুক্তিযোদ্ধা ফকির আলমগীর করোনায় আক্রান্ত হয়ে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। গত ১৪ জুলাই ফকির আলমগীরের করোনাভাইরাস রিপোর্ট ‘পজিটিভ’ আসার পর পরই ১৫ জুলাই রাতে তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালের কভিড ইউনিটে ভর্তি করা হয়। মৃত্যুকালে সময়ে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর। এই কিংবদন্তি শিল্পির মৃত্যুতে দেশের সাংস্কৃতিক অঙ্গন আজ শোকাহত। শোক প্রকাশ করেছেন নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন।

নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে তসলিমা লিখেছেন, ‘ফকির আলমগীর নেই, কোভিড তাঁকেও নিয়ে গেল! এমন প্রাণচঞ্চল মানুষ সংসারে খুব একটা মেলে না। যখনই দেখেছি তাঁকে, অনর্গল কথা বলতে দেখেছি, প্রাণ খুলে হাসতে দেখেছি, নতুন গান নিয়ে মগ্ন হয়ে যেতে দেখেছি। বয়স তাঁর হয়েছিল, কিন্তু রয়ে গিয়েছলেন শিশুর মতো; সরল, সহজ, এবং দুরন্ত। গাইবার জন্য গান খুঁজতেন, নতুন গান। আমাকেও বলেছিলেন গান লিখতে।’

‘সাতাশ বছর প্রিয় প্রিয় মানুষের সান্নিধ্য পাওয়া থেকে আমাকে বঞ্চিত করেছে দেশের শাসকেরা। দূর থেকে প্রিয়দের মৃত্যুর খবর ভেসে এলে বুকের ভেতরে হাহাকারের শব্দ শুনি। দুঃখী দরিদ্রদের নিয়ে গান বেঁধেছেন চিরকাল। শ্রমজীবী মানুষের জন্য উদাত্তকণ্ঠে গণসংগীত গেয়েছেন। মানুষটিকে লাল সালাম। নিচের ছবিটিতে ফকির আলমগীর আর আমার মাঝখানে বসে আছেন ডাক্তার রশীদ, একজন সিনিয়র বন্ধু ডাক্তার। ছবিটি আমার শান্তিনগরের বাড়িতে।’

Array
We use all content from others website just for demo purpose. We suggest to remove all content after building your demo website. And Dont copy our content without our permission.