বয়স মাত্র ১০ বছর। এই বয়সেই জ্যোতির্বিজ্ঞানের মতো জটিল বিষয়ে আস্ত একটি বই লিখে হইচই ফেলে দিয়েছে ভারতের কলকাতার বাসিন্দা রিয়াংশ দাস।
গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ‘দ্য ইউনিভার্স পাস্ট প্রেজেন্ট, দ্য ফিউচার’ নামে বইটির জ্যোতির্বিজ্ঞান নিয়ে রীতিমতো গবেষণা করে লিখেছে রিয়াংশ।
বইটির প্রতিটি পাতায় রয়েছে একদম প্রাপ্তবয়স্কদের মতো মুন্সিয়ানার ছাপ। তার বই পেশাদার জ্যোতির্বিজ্ঞানীদের প্রশংসা কুড়িয়েছে বলে গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে।
রিয়াংশর লেখা বইতে নক্ষত্রের জীবনচক্র, সৌরজগৎ, ডার্ক এনার্জি থেকে শুরু করে বিখ্যাত বিজ্ঞানী আইনস্টাইন ও নিউটনের চিন্তাধারার পার্থক্যসহ জ্যোতির্বিজ্ঞানের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে।
মাত্র পাঁচ বছর বয়স থেকেই জ্যোতির্বিজ্ঞান নিয়ে রিয়াংশর আগ্রহ তৈরি হয় বলে তার মা গণমাধ্যমকে জানিয়েছেন।
রিয়াংশর বই ই-কমার্স প্ল্যাটফর্ম অ্যামজনে আসতেই পাঠকদের মধ্যে সাড়া পড়ে যায়। এই বয়সেই এরকম একটি বিষয় নিয়ে বই লেখায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছে সে। বর্তমানে দ্বিতীয় বই লেখা নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছে এই বিস্ময় বালক। তার দ্বিতীয় বইটি গণিত নিয়ে।
Array 
  
 
 
                                                                                                     
                                                                                                     
                                                                                                     
                                                                                                     
                                                                                                     
                                                                                                     
                                                                                                    