গত ১৩ জুন সোশ্যাল সাইট ফেসবুকে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগ এনে তোলপাড় ফেলে দিয়েছিলেন চিত্রনায়িকা পরীমনি। পরদিন ১৪ জুন সাভার মডেল থানায় পরীমনি নিজেই বাদী হয়ে নাসির ইউ মাহমুদ, তুহিন সিদ্দিকী অমিসহ ছয়জনের বিরুদ্ধে হত্যা ও ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা করেন। মামলার কয়েক ঘণ্টা পর উত্তরা থেকে নাসির, অমিসহ পাঁচজনকে গ্রেপ্তার করে মহানগর গোয়েন্দা পুলিশ। বর্তমানে নাসিরের জামিন হয়েছে।

ঘটনাটি নিয়ে প্রথমবারের মতো সোশ্যাল সাইটে সরব হয়েছেন নারীবাদী লেখিকা তসলিমা নাসরিন। ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে লিখেছেন, ‘ফেসবুকে শিং মাছের মতো দেখছি প্রতিদিন লাফিয়ে লাফিয়ে উঠছে বাংলাদেশের নায়িকা পরীমনির বিরুদ্ধে কুৎসিত সব গালাগালি। কোনো মেয়ের বিরুদ্ধে যখন লোকেরা ক্ষেপে ওঠে, তাকে দশদিক থেকে হামলা করতে থাকে, এমন উন্মত্ত হয়ে ওঠে যেন নাগালে পেলে তাকে ছিঁড়ে ফেলবে, ছুঁড়ে ফেলবে, পুড়িয়ে ফেলবে, পুঁতে ফেলবে, ধর্ষণ করবে, খুন করবে, কুচি কুচি করে কেটে কোথাও ভাসিয়ে দেবে, তখন আমার ধারণা হয় মেয়েটি নিশ্চয়ই খুব ভালো মেয়ে, সৎ মেয়ে, সাহসী মেয়ে, সোজা কথার মেয়ে। kalerkantho

তসলিমা আরো লিখেছেন, ‘আমার নিজের জীবনের অভিজ্ঞতা এটাই বলে। বাংলাদেশের সিনেমা আমি দেখি না। পরীমনির নামও আগে শুনিনি। তবে তাকে আমি দূর থেকে আমার শ্রদ্ধা আর ভালোবাসা জানাচ্ছি। সব মেয়ে স্ট্রাগল করে না, কিছু মেয়ে করে। কিছু মেয়ে স্ট্রাগল করে সব মেয়ের জন্য যুগে যুগে বেটার পরিস্থিতি আনে। এই স্ট্রাগল করা কিছু মেয়েই একেকটা মাইলফলক।’

Array
We use all content from others website just for demo purpose. We suggest to remove all content after building your demo website. And Dont copy our content without our permission.