জাপানের ইবারাকি প্রিফেকচারে টোকিও অলিম্পিক ভিলেজ স্থানীয় সময় বুধবার ভোর সাড়ে ৫টায় ৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে।

তবে কোনো সুনামির আশঙ্কা নেই বলে জানিয়েছে জাপানের আবহাওয়া দপ্তর।

গেমস ভিলেজে থাকা প্রতিযোগী ও সাংবাদিকরা জানান, প্রায় তিন মিনিট ধরে এ কম্পন অনুভব করেন তারা। খবর জাপান টাইমসের।

সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৩০ কিলোমিটার গভীরে এই ভূমিকম্পের উৎপত্তিস্থল বলে জানা গেছে।

টোকিও থেকে এক সাংবাদিক টুইট করেন, এখানে ভূমিকম্প হচ্ছে। গত ৩০ সেকেন্ড ধরে কম্পন অনুভব করছি।

আরেকজন টুইট করে লেখেন— প্রায় তিন মিনিট ধরে মৃদু কম্পন অনুভব করলাম। অস্ট্রেলিয়ার এক সাংবাদিক সেই সময় সরাসরি সংবাদ সম্প্রচার করছিলেন। তার মধ্যেই ভূমিকম্প হয়। এ সময় লাইভ শোতেই তিনি ভূমিকম্পের কথা জানান।

জাপানে প্রায়ই ভূমিকম্প হয়। ভয় থাকে সুনামিরও। গেমস ভিলেজ এবং বিভিন্ন স্টেডিয়াম সেভাবেই তৈরি করা হয়েছে, যাতে ভূমিকম্পে নষ্ট না হয়।

Array
We use all content from others website just for demo purpose. We suggest to remove all content after building your demo website. And Dont copy our content without our permission.